২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার

১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার -

বিজ্ঞাপন দেখাতে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ইমেইল ঠিকানা এবং ফোন নম্বর ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বাজার পর্যবেক্ষক সংস্থার করা মামলায় সমঝোতায় পৌঁছেছে টুইটার। তবে জরিমানা হিসেবে ১৫ কোটি ডলার দেবে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। মামলায় অভিযোগ উঠেছিল, ২০১৩ থেকে ২০১৯ সালে মধ্যে ব্যবহারকারীদের কাছে নিজস্ব নীতিমালার ভুল ব্যাখ্যা দিয়েছে টুইটার। যুক্তরাষ্ট্রের বাজার পর্যবেক্ষক সংস্থা ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) নীতিমালা এবং আগের একটি মামলায় ২০১১ সালের সমঝোতাও লঙ্ঘন করেছে কোম্পানিটি। দুই ধাপের পরিচয় নিশ্চিতকরণ ব্যবস্থার মতো নিরাপত্তামূলক ফিচারগুলো চালু করার জন্য ইমেইল ঠিকানা এবং ফোন নম্বর দিতে ব্যবহারকারীদের উদ্বুদ্ধ করেছিল টুইটার। কিন্তু, বাস্তবতা হচ্ছে, ব্যবহারকারীর ওই ব্যক্তিগত ডেটা কাকে কোন বিজ্ঞাপন দেখানো হবে, সেটি নির্ধারণে ব্যবহার করেছিল প্রতিষ্ঠানটি। এর জন্য ২০১৯ সালেই ক্ষমা চেয়েছিল টুইটার। প্রতিষ্ঠানটির ব্যাখ্যা ছিল, তারা অনিচ্ছাকৃতভাবে ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা বিজ্ঞাপনী কাজে ব্যাবহার করেছিল। এই মামলা প্রসঙ্গে সহযোগী অ্যাটর্নি জেনারেল ভানিতা গুপ্তা বলেন, ১৫ কোটি ডলার জরিমানা টুইটারের অপরাধ কতটা গুরুতর তারই প্রতিফলন। আর প্রস্তাবিত সমঝোতার ফলাফল হিসেবে নতুন যে কঠোর শর্তগুলো আরোপ করা হচ্ছে সেগুলো ব্যবহারকারীর গোপনতাকে ঝুঁঁকির মুখে ফেলে এমন বিভ্রান্তিকর কৌশল মোকাবেলায় ভূমিকা রাখবে। প্রায় একই অপকৌশলে অবলম্বনের ফলে ২০১৯ সালে এফটিসির নজরে পড়েছিল ফেসবুক। ব্যবহারকারীর গোপনতা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০০ কোটি ডলার জরিমানা করেছিল সংস্থাটি।


আরো সংবাদ



premium cement

সকল